১০১ দিন পর অনশন ভেঙেছেন সেই ফিলিস্তিনি

১০১ দিন পর অনশন ভেঙেছেন সেই ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক

ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস শেষ পর্যন্ত অনশন ভেঙেছেন। চলতি মাসের শেষ দিকে তাকে মুক্তি দেয়া হবে বলে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হওয়ার পর তিনি ১০১ দিন পর অনশন ভাঙেন।

গতকাল (শুক্রবার) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর মাহের আল-আখরাস ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাবেন। এছাড়া, তার বিরুদ্ধে যে প্রশাসনিক আটকাদেশ রয়েছে তা নবায়ন করা হবে না।

চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের এ বন্দী বাকি কয়দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকবেন।

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ জুলাই ইসরাইল কর্তৃপক্ষ চার মাসের প্রশাসনিক আটকাদেশে কারারুদ্ধ করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয় নি। তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল।

বিনা বিচারে কথিত গোপন অভিযোগের ভিত্তিতে আটক করার প্রতিবাদে মাহের আমরণ অনশন শুরু করেন। অনশনের মধ্যে তারা অবস্থার মারাত্মক অবনতি হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস গভীর উদ্বেগ প্রকাশ করে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর