যে কারণে বাইডেনকে ‘বাই-বাই’ বলে ডাকত বন্ধুরা

যে কারণে বাইডেনকে ‘বাই-বাই’ বলে ডাকত বন্ধুরা

অনলাইন ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার পুরো নাম জোসেফ রবিনেট ‘জো’ বাইডেন।   ১৯৪২ সালের ২০শে নভেম্বর যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার স্কার্নটন শহরে জন্মগ্রহণ করেন তিনি। এখন তার বয়স ৭৭।

গত কয়েকদিন আগে বাইডেনকে নিয়ে দ্য পলিটিকোএকটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, শৈশবে তোতলা ছিলেন জো বাইডেন।  

বিরতি দিয়ে শব্দ উচ্চারণ করায় সহপাঠীরা মজা করে তাঁকে মোর্স কোডের ‘ড্যাশ’ বলে ডাকত। আবার এক চেষ্টায় নিজের শেষ নাম বলতে পারতেন না বলে দুষ্টুমি করে বন্ধুরা তাঁকে ‘বাই-বাই’ বলেও ডাকত।

 


আরও পড়ুন: রাজনীতি ছাড়ার কথা ভেবেছিলেন বাইডেন


তোতলামি বন্ধের চেষ্টা কম করেননি তিনি। কথা বলার আগে মনে মনে বাক্য সাজিয়ে নিতেন। মুখে নুড়িপাথর নিয়ে কথা বলার অনুশীলন করেছেন। ক্লাসে পাঠ্যবই থেকে জোরে জোরে পড়তে সমস্যা হতো বলে আগেই তা তিনি মুখস্থ করে আসতেন।

পরে বাইডেন বলেছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কবিতাপাঠ করে তিনি তোতলামির সমস্যা থেকে মুক্ত হন।

news24bd.tv নাজিম