ট্রাম্পের বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার

ট্রাম্পের বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কের বাসভবন ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলা ও ভাঙচুরের আশঙ্কায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।  

শনিবার সকাল থেকেই রেকর্ড সংখ্যক গোয়েন্দা সদস্যসহ শতাধিক পুলিশ মোতায়েন করে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

আরও পড়ুন: গলফ খেলে ও নববধূর সঙ্গে ছবি তুলে আলোচনায় ট্রাম্প

ট্রাম্পের ভবনের সামনে পুলিশের কয়েকটি গাড়ি এবং কয়েকটি গার্বেজ ট্রাক রাখা হয়েছে।

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস, ডগ স্কোয়াড, গোয়েন্দা বাহিনীসহ শতাধিক পুলিশ সদস্য চারদিক থেকে ঘিরে রেখেছে ট্রাম্প টাওয়ার।

ট্রাম্প টাওয়ারের চারপাশে লোহার ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাসভবনের আশপাশ দিয়ে গাড়ি তো দূরের কথা, কোনো পথচারীকে হেঁটেও যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।

news24bd.tv নাজিম