গলফ খেলে ও নববধূর সঙ্গে ছবি তুলে আলোচনায় ট্রাম্প

গলফ খেলে ও নববধূর সঙ্গে ছবি তুলে আলোচনায় ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।  তার জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে কি করছিলেন ট্রাম্প। এমন প্রশ্নে নিশ্চয় অনেকের মধ্যে উঁকি দিচ্ছে।

জানা গেছে, গণমাধ্যমে বাইডেনকে বিজয়ী ঘোষণার সময় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্টার্লিংয়ে নিজের গলফ ক্লাবে গলফ খেলছিলেন।

তিনি শুধু গলফই খেলেননি সেখানে এক নববধূর সঙ্গে ছবিও তুলেছেন। সেই ছবি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রাম্পের মাথার পরা টুপিতে লেখা ছিল তার নির্বাচনী স্লোগান 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন'।  

news24bd.tv


আরও পড়ুন: বিজয়ী ভাষণে ‘ঐক্যের’ ডাক দিলেন জো বাইডেন


তবে নির্বাচন নিয়ে সেখানে কোনো মন্তব্য করেননি।

ট্রাম্প ছবি তুলে চলে যাওয়ার সময় একজন বলেন, ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনি যা করেছেন সবকিছুর জন্য ধন্যবাদ।

পরে ঘুরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, তোমরা তরুণ। জীবনটাকে সুন্দরভাবে কাটাবে, কেমন?

নববধূর সাথে ট্রাম্পের ছবি তোলার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কেউ ট্রাম্পের ভদ্রতার প্রশংসা করেছেন। কেউ আবার করছেন সমালোচনা। সূত্র: ই্য়াহু নিউজ

news24bd.tv নাজিম