ট্রাম্পকে হার মানতে বোঝালেন জামাতা কুশনার

ট্রাম্পকে হার মানতে বোঝালেন জামাতা কুশনার

অনলাইন ডেস্ক

হার মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে বোঝালেন প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা ও মেয়ের জামাই জ্যারেড কুশনার। এদিকে ট্রাম্প বলেছেন, প্রাপ্য অনুযায়ী সত্যিকারের ভোট গণনা না পাওয়া পর্যন্ত তিনি বিশ্রামে যাবেন না।

সিএনএননের এক হোয়াইট হাউস সংবাদদাতা তার দুই সূত্রের কাছ থেকে এ খবর পাওয়ার কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার খবর সিএনএনে আসা মাত্রই ট্রাম্প শিবির থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছিল, বাইডেন তাড়াহুড়ো করে জয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন।

লড়াই শেষ হতে বহু দূর।

ভোট নিয়ে সোমবার থেকে ট্রাম্প শিবিরের আইনগত লড়াই শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়।

এরপরই জ্যারেড কুশনার শ্বশুর ট্রাম্পের কাছে যান তাকে হার স্বীকার করে নেওয়ার বিষয়টি বোঝানোর জন্য।

আরও পড়ুন: ২০০ জনকে নগ্ন ছবি পাঠিয়ে ধরা এই বৃদ্ধ!

গণমাধ্যমকে ট্রাম্পের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ট্রাম্পের প্রথাগতভাবে বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পরাজয় স্বীকার করে নেওয়া, এনমকী বাইডেনের সঙ্গে কথা বলারও সম্ভাবনা নেই।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর