ভারতে করোনার ভয়াবহ রূপ, একদিনে শনাক্ত ৪৪ হাজার

ভারতে করোনার ভয়াবহ রূপ, একদিনে শনাক্ত ৪৪ হাজার

অনলাইন ডেস্ক

মহামারি করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৬৮৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লাখ ৭৩ হাজার ৪৭৯ জন। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৫২০ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৯ হাজার ১৮৮ জনের।

এছাড় দেশটিতে একদিনে ৪৭ হাজার ৯৯২ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭১৯ জন।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ‘এত সন্ত্রাস! এত কারচুপি! তবুও ১৪ শতাংশ ভোট’

ভারতে এ পর্যন্ত যত করোনা রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে মহারাষ্ট্রেই এক তৃতীয়াংশ মারা গেছে, এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশটিতে করোনায় মৃত্যুর তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তামিলনাড়ু। এরপর ক্রমান্বয়ে রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।

news24bd.tv তৌহিদ

 

সম্পর্কিত খবর