ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

যশোর সদরের মুড়লী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কয়লা বোঝাই একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার।

শনিবার (২১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।  

চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি যশোরের নোয়াপাড়ায় যাচ্ছিল। এ ঘটনায় ট্রাকের চালক আলী আকবর (৪০) ঘটনাস্থলেই নিহত হন। হেলপার গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

তার নাম জানা সম্ভব হয়নি। ’


আরও পড়ুন: ফতুল্লায় সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী-কন্যা দগ্ধ


আলী আকবর চাপাইনবাবগঞ্জ জেলার সিলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ছে। একারণে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান রকিবুজ্জামান।  

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের চালক আবু বকর সিদ্দিক বলেন, ‘৬৮ কিলোমিটার বেগে চালাচ্ছিলাম। সামনে ক্রসিং দেখে হুইসেল দিয়েছিলাম। তবে হঠাৎ করে ক্রসিংয়ে উঠে পড়ে ট্রাকটি। এতো দ্রুত ট্রেন থামানো সম্ভব হয়নি। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

news24bd.tv নাজিম