কাবুলে ফের জোড়া বিস্ফোরণে নিহত ১৪, আহত বহু

কাবুলে ফের জোড়া বিস্ফোরণে নিহত ১৪, আহত বহু

অনলাইন ডেস্ক

ফের বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার পরপর দু’টি জোড়া বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৪৫ জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্য আফগানিস্তানের দু’টি পৃথক স্থানে পরপর দু’টি বোমা বিস্ফোরণ এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। এই হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের পুলিশ-প্রশাসন।

এই বিষয়ে আফগান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্য আফগানিস্তানের বামিয়ান শহরে দু’টি বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে ১৪ জন।

তাঁদের মধ্যে ১ জন ট্রাফিক পুলিশও রয়েছে। এছাড়াও নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই শিয়া, হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা।


আরও পড়ুন: মেসিকে ছাড়াই বড় জয় বার্সার, দ্বিতীয় রাউন্ডে কাতালানরা


মৃতদের সংখ্যা নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, “আমরা বামিয়ানে হওয়া মারাত্মক বিস্ফোরণ কান্ডের তদন্ত শুরু করছি। ”

তিনি আরও বলেন, এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। যেই কাজটি করে থাকুক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে। তবে এই ঘটনায় তালিবানরা জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

news24bd.tv আহমেদ