বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
গজনি হামলা: মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি প্রত্যাখ্যান তালেবানদের
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের গজনি শহরে ভয়াবহ বোমা হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে কাবুল সরকার যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান। এক ভিডিও বার্তায় তালেবানরা জানায়, তাদের যে সদস্যকে হত্যার দাবি করা হয়েছে সে জীবিত আছে।
আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই ব্যক্তির নাম কেরামত খান হিসেবে উল্লেখ করে বলেছেন, কেরামত জীবিত আছেন এবং তিনি বর্তমানে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অবস্থান করছেন।
এর আগে সোমবার সকালে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, রোববার যে ব্যক্তির পরিকল্পনায় গজনি প্রদেশের কেন্দ্রীয় শহরে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ওআইসির প্রস্তাবে ক্ষুব্ধ ও বিব্রত ভারত
জবিউল্লাহ মুজাহিদ আলোচিত ব্যক্তির নাম কেরামত খান বলে জানালেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম হামজা ওয়াজিরিস্তানি বলে উল্লেখ করেছিল।
রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি শহরের কাল্লে জুয এলাকায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত ও ২৪ জন আহত হয়।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য