গাজা নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গাজা নিয়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

গাজার ব্যবহারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকে বিবেচনায় নিয়ে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছিল।

আরও পড়ুন: অষ্ট্রেলিয়ায় দাবানল

সেই অনুযায়ী, জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনে বুধবার ভোটাভুটি হয়।

২৭টি দেশ গাজাকে কঠিন ড্রাগ হিসেবে চিহ্নিত করার বিরোধী। ২৫টি দেশ পক্ষে অবস্থান নেওয়ায় চিকিৎসা গবেষণায় গাজার বৈধতা প্রতিষ্ঠা পায়। তবে গাজাকে মাদকের তালিকাতেই রাখা হয়েছে এবং সাধারণের ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়নি। কেবল ওষুধ তৈরির জন্য কিছু ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর