রেলের ডায়মান্ড ক্রসিং কী?

রেলের ডায়মান্ড ক্রসিং কী?

জয়দীপ দে শাপলু

একটা রেল লাইনের উপর আরেকটা। একে ডায়মন্ড ক্রসিং বলে। কারণ ক্রসিং এর জায়গাটি হীরের আকৃতিতে দেখায়।  

উপমহাদেশের তিনটি স্থানে এ ক্রসিং আছে।

ভারতের রোহারি, নাগপুর আর পাকিস্তানের মালাকওয়াল। ছবিটি মালাকওয়াল জংশনের। ১৮৮৫ তে করা। পাকিস্তানের একটি হেরিটেজ গ্রুপের সৌজন্যে পাওয়া।

আরও পড়ুন: 


পিরামিডের সামনে 'আপত্তিকর' ফটোশুট, মডেল গ্রেপ্তার

সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি

২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্মাল ফুটফুটে সন্তান!


news24bd.tv কামরুল