বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জন আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, উসকানিদাতাদেরও ছাড় দেওয়া হবে না।

আটক চার মাদ্রাসা শিক্ষার্থী হলেন- আবু বাকার, নাহিদ, আলামীন ও ইউসূফ। এদের মধ্যে আবু বাকার ও নাহিদ ভাস্কর্য ভাঙচুর করেছিলেন।

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:


সিটিভির ফুটেজে ধরা পড়ল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সেই ঘটনা

আপনার উদ্বেগের সঙ্গে সুর মেলাতে পারছি না

ভারতের তৈরি টিকা নিয়ে করোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী!

যে সময় দোয়া পড়লে দ্রুত কবুল হয়

যে দোয়া পড়লে কখনো বিফলে যায় না!

কঠিন বিপদ থেকে রক্ষা পেতে যে দোয়া পড়বেন!


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইবনে মাসউদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে তারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের স্বীকারোক্তি নিয়ে আরো দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন আলামীন এবং ইউসূফ।

 

তিনি বলেন, আটক চারজনই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ একজন এসব উস্কানি দিচ্ছে বলে খবর পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তার উস্কানির কারণে সারাদেশে এসব ঘটনা ঘটছে।
 
তবে তার নাম পরিচয় জানাননি মন্ত্রী। তিনি বলেন, তদন্ত চলমান থাকায় তার নাম এখনই বলা যাবে না।  

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সরকার কাউকে প্রশ্রয় দিচ্ছে না।  

তিনি বলেন, এ ধরনের অরাজকতা, ভাঙচুর, অরাজক পরিস্থিতি হতে দেবো না। কেউ যদি মনে করে তারা অনেক শক্তিশালী হয়েছে, সেটা ভুল। তদন্তে যাদের নাম বেরিয়ে এসেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রাখা ভাস্কর্যের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।  

বলেন, সরকার করো প্রতি নমনীয় না। আমাদের সামনে যে ঘটনা আসছে, সেটা আমরা দেখছি। '

কামাল আরও বলেন, আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।   আমরা কাউকে বাড়াবাড়ি করতে দিই না। আমরা করো নিয়ন্ত্রণে নেই।

news24bd.tv নাজিম