স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
গোলান মালভূমি পুনরুদ্ধার করবই: সিরিয়া
অনলাইন ডেস্ক
ইসরাইলের কাছ থেকে গোলান মালভূমির দখলীকৃত অংশ পুনরুদ্ধারের সংকল্প পুনর্ব্যক্ত করেছে সিরিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাশার আল-জাফারি আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আলাদা চিঠি লিখে গোলান মালভূমিতে ইসরাইলের অবৈধ তৎপরতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দামেস্ক। গোলান মালভূমি দখলে আমেরিকাকে ইসরাইলের অংশীদার বলে উল্লেখ করেন জাফারি।
তিনি বলেন, অধিকৃত গোলান মালভূমির প্রতি মার্কিন সরকারের নীতির সঙ্গে ব্রিটিশ উপনিবেশবাদী নীতির কোনো পার্থক্য নেই।
আরও পড়ুন: স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নজিরবিহীনভাবে অধিকৃত গোলান মালভূমি পরিদর্শন করেন।আমেরিকার ইতিহাসে এর আগে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই দখলীকৃত ভূখণ্ড সফর করেননি। পম্পেও ওই সফরে বলেন, ট্রাম্প প্রশাসন গোলানের ওপর ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে।
ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার আল-কুনেইত্রা প্রদেশের অন্তর্গত গোলান মালভূমি দখল করে নেয় এবং ১৯৮৩ সালে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ এখন পর্যন্ত এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য