আয়াজ হত্যা: এক ছাত্রের আমৃত্যু ও পাঁচজনের যাবজ্জীবন

আয়াজ হত্যা: এক ছাত্রের আমৃত্যু ও পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

২০১৪ সালের ৯ জুন ঢাকা সিটি কলেজের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের শিক্ষার্থীর সংঘর্ষে ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী আয়াজ হত্যার মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

এই মামলায় আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত।


আরও পড়ুন: মামুনুল হকের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ


যাবজ্জীবন কারাদণ্ড আসামিরা হলেন, তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান।

এর আগে কারাগারে আটক আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। এসময় আসামিদের সাজা পরোয়ানা করে পাঠানো হয়।

news24bd.tv আহমেদ