নাইজেরিয়ায় স্কুলে হামলা, শতাধিক শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ায় স্কুলে হামলা, শতাধিক শিক্ষার্থী নিখোঁজ

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার একটি স্কুলে বন্দুকধারীদের হামলার পর শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়।  

আল জাজিরা জানাচ্ছে, ওই স্কুলে ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল। একে ৪৭ বন্দুকধারী একটি দল এই হামলা চালায়।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ওই স্কুলের কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, তা জানতে গণনা করে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন।  

বার্তা সংস্থা রয়র্টাসের মতে, আক্রমণকারীরা মোটরবাইকে করে ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে আশপাশের মানুষজন পালিয়ে যায়।

ওই স্কুলের অনেক শিক্ষার্থীও পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ছাড়া অন্তত ২০০ শিক্ষার্থী পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। প্রথমে তাদের নিখোঁজ বলে ধরে নেয়া হয়েছিল।  

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা শিক্ষার্থীদের মধ্যে অনেককেই ধরে নিয়ে গেছে বলে তারা দেখেছেন। যদিও এখনও হামলার কারণ স্পষ্ট করা যায়নি এখন পর্যন্ত হতাহতের সংখ্যাও নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:


ওয়াজে যেতে লাগবে গাড়ি, যৌতুকের জন্য স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে পেটালেন ইমাম

ডিভোর্সি পরিচয় দিয়েই ৩০ কোটি টাকার মালিক সাদিয়া

শাহবাগের কর্মসূচিতে আর বিদ্যুৎ দেবে না জাদুঘর কতৃপক্ষ

গ্যারেজের মধ্যে ঢুকে পড়ল বাস, প্রাণ নিল দুই ভাইয়ের

করোনায় আক্রান্ত হয়ে যা বললেন নুসরাত ফারিয়া

ছেলের খাতনা করায় সিদ্দিকের নামে সাবেক স্ত্রী'র জিডি


news24bd.tv কামরুল