ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিলার পাপ্পু গ্রেপ্তার

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিলার পাপ্পু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেহেদি হাসান পাপ্পু নামে এক দুর্ধর্ষ কিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিলার মেহেদী হাসান পাপ্পু ফতুল্লার তল্লা এলাকার মাহবুব কাজীর ছেলে। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে এদিন বিকেলে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন পুলিশ।

সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২০০১ সালে তল্লা এলাকার রুবেল হত্যায় মেহেদি হাসান পাপ্পুকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

 

এছাড়া মেহেদি হাসান পাপ্পু ও তার সহযোগীরা ২০০৪ সালে তল্লা সুপারীবাগান এলাকায় চার তলা একটি বাড়িতে মুরাদ নামে এক যুবককে হত্যা করে সেপটি ট্যাংকিতে ফেলে রাখে। ২০০৯ সালে নগর খানপুর এলাকায় খোকা ও সোহাগ নামে দুই যুবককে জবাই করে দাউদকান্দি এলাকায় ফেলে দেয়।  

আরও পড়ুন:


‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মা-মেয়ের বিয়ে এক সঙ্গে!

৯ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা: ৮ জনের ফাঁসি


news24bd.tv কামরুল