বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪ হাজার ২শ কোটি ডলার ছাড়াল

বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪ হাজার ২শ কোটি ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক

দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ছাড়িয়েছে ৪ হাজার ২শ কোটি ডলার। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের মধ্যেই রির্জাভ ৪ হাজার ২শ কোটি ডলার ছাড়ায় বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি আরও বলেন, রির্জাভের এই অর্থ দিয়ে প্রায় এক বছরের আমদানি ব্যয় মেটানো যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, রেমিটেন্স, বিদেশি ঋণ ছাড় ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েই চলেছে।

এর আগে চলতি বছরের ৮ অক্টোবর বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪ হাজার কোটি ডলার অতিক্রম করে।  

আরও পড়ুন:


নিখোঁজ দুই বছরের শিশুর লাশ মিলল লাকড়ির মাচায়

ছিনতাইকারীর হামলা, নারী এনজিও কর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না: প্রধানমন্ত্রী

বসুন্ধরা কিংসের নারী ফুটবলারদের সংবর্ধনা


news24bd.tv কামরুল