যুগ্ম মহাসচিব কী ভাইস চেয়ারম্যানকে শো কজ দিতে পারে: প্রশ্ন হাফিজের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যুগ্ম মহাসচিব আদিষ্ট না হয়ে ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ দিতে পারে না। চিঠিতে আদিষ্ট হওয়ার কোনো শব্দ উল্লেখ ছিলো না। তারপরো দলের প্রতি আনুগত্যের কারণে শো কজের জবাব দিয়েছেন বলে জানান এই নেতা।

এখন স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রস্তুত আছেন বলেও সাংবাদিকদের জানান।

বনানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মেজর হাফিজ। এর আগে, তিনি শো কজের লিখিত জবাব দেন।

আরও পড়ুন: এভাবে কি সন্তান লাভ সম্ভব?

খুলনায় জঙ্গী সংগঠনের ৮ সদস্য গ্রেপ্তার

আগে পুতিন টিকা নিক, পরে আমরা: রুশ জনগণ

১১টি বিষয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে গত ১৪ ই ডিসেম্বর শো  কজ করে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা কারণ দর্শানোর চিঠির জবাব দিতে ৫ দিন সময় বেঁধে দেওয়া হয়।

দলের কার্যালয়ে  চিঠির জবাব দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা হাফিজ।

তিনি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করতে বিএনপিতে একটি মহল সক্রিয় আছে। তার মতে দলে গণতন্ত্র নাই, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়তে পারেনি নেতারা, এমন কি গত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য তদন্তে কমিটি গঠনের দাবিও তুলেছেন তিনি। দল থেকে কারণ দর্শাতে দেওয়া চিঠির জবাবে এসব দাবি জানিয়েছেন মেজর হাফিজ।

তিনি অভিযোগ করেন বিগত দিনে বিএনপির নীতিনির্ধারকদের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল ছিলো।

নিজের আত্ম সমালোচনা করতেও ভুলে যাননি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।

news24bd.tv তৌহিদ