ডিজিটাল প্রতারণায় নি:স্ব হচ্ছে অনেকে

ডিজিটাল প্রতারণায় নি:স্ব হচ্ছে অনেকে

ফখরুল ইসলাম

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশে দ্রুতই বাড়ছে প্রতারণা। এটিএম বুথ হ্যাক থেকে শুরু করে ফেইসবুক অনলাইন শপিং কোনো ক্ষেত্র বাকি নেই প্রতারকদের কবল থেকে। করোনাকালে এই প্রতারণা ছড়িয়েছে মহামারী রূপে।

আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতারণার নানামুখী জাল ছড়িয়ে দুবৃত্তরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

আইনশৃঙ্খলাবাহিনীর হিসেবে বছরে প্রায় ২ হাজার মামলা হয় প্রতারণার।

পরিসংখ্যান বলছে, গত চারবছরে সাড়ে ৫ হাজার মামলা নিষ্পত্তি করেছে সিআইডি।

আরও পড়ুন: আগে পুতিন টিকা নিক, পরে আমরা: রুশ জনগণ

খুলনায় জঙ্গী সংগঠনের ৮ সদস্য গ্রেপ্তার

ফেসবুকে সোনিয়া কেয়া নামে সুন্দরী নারীর ছবি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রতারণার শুরু। এরপর প্রেমও প্রতারণারই অংশ।

টাকা হাতিয়ে নিতে কণ্ঠ অভিনব নকল করে কথা বলে প্রতারক যুবক।

পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপনে বিদেশি সিটিজেনশিপ সাথে মিলবে রাজকন্যা এমন অফারের খপ্পরে পড়েন কেউ কেউ।
সাদিয়া জাহান নামের এমন এক প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি।

লোভনীয় বিজ্ঞাপনে পুরুষদের কাছ থেকে ছলেবলে কৌশলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।

দেশে থাকা সংঘবদ্ধ আফ্রিকান চক্রও অর্থ উপাহার পাঠানোর লোভ দেখিয়ে হাতিয়ে নিত টাকা। পরে সিআইডির জালে ধরাও পড়ে।

প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে পাল দিয়ে বাড়ছে ঝুঁকি। খোদ রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি করে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে লুটে নেওয়া হয় টাকা। এতে তোলপাড়ও তৈরি হয় দেশজুড়ে।

এয়ারপোর্টে লোভনীয় চাকরির বিজ্ঞাপনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আরেক প্রতারকচক্র। রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম লালু নামে সেই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

করোনাকালে এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে প্রবাসীসহ ২২ লাখেরও বেশি গ্রাহক থেকে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি গ্রুপ। পরে মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের এমডি ও সিইও কে গ্রেপ্তার করে।

প্রতারকচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও আরো সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক