মৌলবাদ বিরোধী সমাবেশ

মৌলবাদ বিরোধী সমাবেশ

সুকন্যা আমীর

ধর্মের দোহাই দিয়ে, ভাস্কর্য শিল্পের ওপর মৌলবাদিদের চড়াও হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিল্পী সমাজ।  

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন তারা। প্রতিবাদের কর্মসূচিতে ছিলো ছবি আঁকা আর প্রতীকী ভাস্কর্য নির্মাণ।

ভাস্কর্য, যার প্রতিটি বাঁক বহন করে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং একজন শিল্পী সত্ত্বার অস্তিত্ব।


ইমরান খানের সঙ্গে তালেবান প্রতিনিধি দলের সাক্ষাৎ

কুয়েতে রেমিট্যান্স যোদ্ধারা পুরস্কৃত

গেইটম্যান ঘুমিয়ে ছিলেন, ঝরে গেলো ১২ প্রাণ

কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা !


এ সবকিছুকে উপেক্ষা করে কেবল ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য শিল্পের ওপর চড়াও হয়ে উঠেছে মৌলবাদিরা। এর প্রতিবাদে শনিবার, কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তাদের কর্মসূচিতে ছিলো ছবি আঁকা, প্রতীকী ভাস্কর্য নির্মাণ।  

মৌলবাদীরা শুধু ভাস্কর্য নয়, বাঙালীর সব অর্জন গিলে খেতে চায়।

তাদের দমন করতে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা প্রয়োজন, জানালেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ভাস্কর্য ভাঙ্গার নির্দেশদাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও করেন বিক্ষুদ্ধ শিল্পী সমাজ।

news24bd.tv নাজিম