ভারতের সেনাবাহিনীকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

ভারতের সেনাবাহিনীকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া। তিনি জানান, যে কোন সময় মিসএডভেঞ্চার বা ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে।

পাশাপাশি অভিযোগ করেন, সংঘাতের জন্য ভারতীয়রা উস্কানি দিচ্ছে। ডনের রিপোর্টে বলা হয়, শুক্রবার ভারতীয় সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের একটি গাড়িতে গুলি চালায়।


আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের ফল


এ ঘটনায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকিতে পড়েছে বলেও দাবি পাকিস্তানের।   কারণ এ সময় ওই গাড়িতে আজাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চে পর্যবেক্ষণ মিশনে ছিলেন সামরিক দু’জন পর্যবেক্ষক। তখন সেখানে দিল্লীর গুলি চালানোকে নিন্দনীয় কর্মকাণ্ড বলে জানিয়েছে ইসলামাবাদ। আর এই ইস্যুটি এরইমধ্যে জাতিসংঘে তুলে ধরে, একটি স্বচ্ছ তদন্তের আহ্বান  জানিয়েছে পাকিস্তান।

news24bd.tv আহমেদ