বরিশাল প্রেসক্লাবের নেতৃত্বে নেগাবান-মিরাজ

বরিশাল প্রেসক্লাবের নেতৃত্বে নেগাবান-মিরাজ

রাহাত খান, বরিশাল

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান সভাপতি এবং কাজী মিরাজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  

গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে রাত পৌঁনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন এই ফল ঘোষণা করেন।  

নির্বাচনে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান ৪০ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী নাসির উদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট।

সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ পেয়েছেন ৩৯ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী আল-মামুন পেয়েছেন ৩১ ভোট।  


চীনের বন্দরে ৮ মাস জাহাজে ‘বন্দিজীবন’ কাটাচ্ছেন ২৩ ভারতীয় নাবিক

গাজীপুরে ভাগ্নিকে যৌন হয়রানির অভিযোগে মামা আটক

আফগানিস্তানে নারী মানবাধিকার কর্মীসহ দুইজনকে গুলি করে হত্যা

পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনের প্রতি কংগ্রেসদের আহ্বান

শুভ বড়দিন আজ


১৭ সদস্যের কর্মকরী কমিটিতে সভাপতি ও সম্পাদক সহ ৭টিতে নেগাবান-মিরাজ প্যানেল এবং সম্পাদকীয় ও সদস্য সহ ১০টি পদে কাজী বাবুল-কাজী মামুন প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।   

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন ও পুলক চ্যাটার্জি। এছাড়া এম. মোফাজ্জেল হোসেন সহ-সাধারন সম্পাদক, মোশারেফ হোসেন কোষাধ্যক্ষ রুবেল খান পাঠাগার সম্পাদক, সুখেন্দ এদবর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দেওয়ান মোহন ক্রীড়া সম্পাদক মো. নাসিরউদ্দিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত কার্য নির্বাহী ৭জন সদস্য হলেন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নুরুল আলম ফরিদ, সৈয়দ দুলাল, মো. মিজানুর রহমান, কেএম নয়ন এবং সাগর বৈদ্য।

দেশের অন্যতম প্রাচীন বরিশাল প্রেসক্লাব নির্বাচনে ৮০ ভোটারের মধ্যে ৭৬জন সদস্য ভোট প্রদান করেন।   এর আগে দুই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত প্রেসক্লাবের কার্যক্রমে স্থিতিবস্থা জারীর নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রিট করলে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ  ২২ ডিসেম্বর এক আদেশে নিম্ন আদালতের আদেশ বাতিল করেন।

news24bd.tv নাজিম