ঘাটারচর-মতিঝিল রুটের বাসের খবর

ঘাটারচর-মতিঝিল রুটের বাসের খবর

প্লাবন রহমান

নতুন বাস এখনই নয়, পুরোনো বাসগুলোকে রং-চং করেই রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে কোম্পানিভিত্তিক বাসের পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা জানান-বিদ্যমান বাসগুলোকে আধুনিকায়ন করতে প্রত্যেক বাসবাবদ ৩ লাখ টাকা করে লোন পাবেন মালিকরা।

আগামী ১ এপ্রিল থেকে ঘাটারচর-মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে এই পাইলট প্রকল্প।

আরও পড়ুন: খ্যাতিমান নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে

টিকটকের লোভে পড়ে বাসা থেকে উধাও কিশোরী, পরে গণধর্ষণ

জোরেশোরেই এগুচ্ছে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের কাজ।

কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী-রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে কোম্পানিভিত্তিক পাইলট প্রকল্প চালু করতে প্রস্তুতি চলছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, রজনীগন্ধা-সিটি লিংকসহ অন্তত ৫টি কোম্পানির ৫০ জনের বেশি মালিকের অন্তত ১৬৫টি বাস চলছে ঘাটারচর থেকে গুলিস্তান হয়ে সাইনবোর্ড রুটে। বিদ্যমান এসব বাস দিয়েই ঘাটারচর-মতিঝিল রুটে কোম্পানিভিত্তিক বাসের পাইলট চালু করতে চান কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন-পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই রুটের সব বাসকে সবুজ রং করা হবে।

বাসের ভেতরের দূরাবস্থা পরিবর্তন করে নতুন করতে স্বল্প সুদে প্রত্যেক বাসবাবদ ৩ লাখ টাকা করে লোন পাবেন মালিকরা।

বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামে প্রত্যেক চালক-হেলপারকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও-পাইলট প্রকল্পে তেমনটা হবে কিনা এখনও নিশ্চিত না। তবে-পাইলট প্রকল্প চালুর আগে-এই রুটে বাস স্টপেজ, টিকেট কাউন্টার করে দেবে দুই সিটি কর্পোরেশন।

এমন সিদ্ধান্তে খুশি ঘাটারচর রুটের পরিবহণ শ্রমিক এবং যাত্রীরা। কথা কাজের মিল দেখতে মুখিয়ে তারা।

তবে-মূল বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের সঙ্গে পাইলট প্রকল্পে বেশ কিছু জায়গায় তফাৎ রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে।  

সবমিলিয়ে-পাইলট প্রকল্প কতটা শৃঙ্খলা ফেরাতে পারে ঘাটারচর-মতিঝিল রুটে-তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে অন্তত চার মাস।

news24bd.tv তৌহিদ