কেমন হলো পৌরসভা নির্বাচন

কেমন হলো পৌরসভা নির্বাচন

আশিকুর রহমান শ্রাবণ

বিগত কয়েকটি নির্বাচনের প্রথা ভেঙে, পৌর নির্বাচনে ভোটারদের বেশ উপস্থিতি ছিলো। লম্বা লাইনে দাঁড়িয়ে, ভোট দেওয়ার জন্য অপেক্ষাও করেছেন ভোটাররা। তবে, বেশিরভাগ পৌরসভায় বিএনপি প্রার্থীরা, এজেন্ট বের করে দেয়ার অভিযোগ তুলেছেন।

ভোট কারচুপির অভিযোগে, কয়েকটি জায়গায় ভোট বর্জনও করেছে তারা।

তবে, সরকারদলীয় প্রার্থী এবং স্থানীয় নির্বাচনের কমিশনের দাবি, ভোট স্বুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

সোমবার সারাদেশে, ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। বিগত কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলেও, প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে, ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

রাজশাহীর দুটি পৌরসভা, পুঠিয়া আর কাটাখালিতে যথারীতি ভোটগ্রহণ শুরু হয়, সকাল ৮ টায়।

লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন, ভোটাররা।

বরিশালেও দুটি পৌরসভায় ভোট হয়েছে। ভোটার উপস্থিতি ছিলো, অনেক নির্বাচনের চেয়ে বেশি।

তবে, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে, উজিরপুর পৌরসভার মহিলা কলেজ কেন্দ্রের একটি সংঘর্ঘ উত্তেজনা ছড়ায়।

এদিকে, দুই প্রার্থীর ভোট নিয়ে বরাবরের মতই ছিলো, প্রবল ভিন্নমত।

আরও পড়ুন: গফরগাঁওয়ে নৌকা ১২৪১১, ধানের শীষ ১৯০

প্রথম দফায় চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়েছে।

নিজের ভোট নিজে দিতে পেরে খুশি ভোটাররা। আওয়ামী লীগ-বিএনপির ২ জন মেয়র প্রার্থীর পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচনে।

কয়েকটি পৌরসভায় ভিন্ন ঘটনাও ঘটেছে। পঞ্চগড়ে, দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর করেছে। কালেক্টরেট আদর্শ নিকেতন স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

এদিকে, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে, ভোট বর্জন করেছেন সিরাজগঞ্জ এর শাহজাদপুর, পাবনার চাটমোহর ও সাভারের ধামরাইয়ের একাধিক প্রার্থী।

নিয়ম অনুযায়ী, সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে, বেলা ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়। ২৪টি পৌরসভায় মোট ভোটার ৬ লাখ ২৪ হাজার ৮০৭ জন।

news24bd.tv তৌহিদ