চীন থেকে টিকা নিলে সত্যিই কি বাড়তি সুবিধা পাওয়া যেতো

চীন থেকে টিকা নিলে সত্যিই কি বাড়তি সুবিধা পাওয়া যেতো

Other

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই চীন থেকে কেন টিকা নেয়া হচ্ছে না- তা নিয়ে হা হুতাশ করছেন। চীন থেকে টিকা নিলে সত্যিই কি বাড়তি কোনো সুবিধা পাওয়া যেতো!

আমার সেটি মনে হয় না। তবু যাদের চীনের টিকার প্রতি বেশি আগ্রহ তাদের কানাডার অভিজ্ঞতা বিবেচনায় রাখতে বলি।

চীনের টিকা কাজ দিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে কানাডা চীনের টিকার জন্য আনুষ্ঠানিক চুক্তি করেছিলো।

কানাডা নিজের মতো করে পরীক্ষা করে এটি কার্যকর প্রমাণিত হলে কানাডায় উৎপাদন শুরুর প্রস্তুতিও নিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত চীন কানাডাকে তাদের টিকা দেয়নি।  

‘ চীনের শুল্ক বিভাগ আটকে দিয়েছে’- এই অজুহাতে চীন টিকা সরবরাহ এমনকি টিকা সংক্রান্ত তথ্য বিনিময়ের চুক্তি থেকেও একতরফা সরে যায়।

সৈয়দ আশরাফ প্রসঙ্গ: আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কিছু নয়

স্ট্রেইন একই, বিশ্বের দুই প্রান্তের মিডিয়া ও গবেষকদের ভিন্ন ভাবনা

আরেকটা কথা বলি, অক্সফোর্ডের টিকা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে বৈজ্ঞানিত তথ্য প্রকাশিত।

কিন্তু চীনের টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নাই।  

ধারনা করা হয়, কানাডা তাদের মতো করে চীনের টিকার কার্যকারিতা পরীক্ষা করুক-এটি চীন চায়নি বলেই শুল্কবিভাগ আটকে দিয়েছে’-এই অজুহাতে কানাডাকে টিকা দেয়া বন্ধ করে দেয়।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক