গরিলার শরীরেও করোনা ভাইরাস চিহ্নিত

গরিলার শরীরেও করোনা ভাইরাস চিহ্নিত

Other

এদিকে বিশ্বে প্রথমবারের মতো গরিলার শরীরেও পাওয়া গেছে মহামারি করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর চিড়িয়াখানায় আটটি গরিলাসহ মোট তিনটি প্রাণীর দেহে অদৃশ্য এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সোমবার এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো। আর চিড়িয়াখানার নির্বাহী পরিচালক লিসা পিটারসন জানান, একসঙ্গে থাকা আটটি গরিলার দেহে কোভিড শনাক্ত হয়েছে।

 

চীনে সোনার খনিতে ২২ শ্রমিক আটকা

ভাইরাসের উৎস সন্ধানে চীনে যাবে ডব্লিউএইচওর তদন্তকারী দল

ধারণা করা হচ্ছে, এখানকার কোনো কর্মীর দেহ থেকে প্রাণীগুলোর মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সান ডিয়েগো জু সাফারি পার্ক। আক্রান্ত সব প্রাণীকেই আলাদা রাখা হয়েছে।

news24bd.tv/আলী