মোবাইল ফোনে ভাতা প্রেরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোবাইল ফোনে ভাতা প্রেরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Other

নেত্রকোনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সরাসরি উপকারভোগীদের মোবাইল ফোনে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে নেত্রকোনা, লালমনিরহাট, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরাসরি যুক্ত হয়ে উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন তিনি।

নেত্রকোনার ১০টি  উপজেলায় প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১ লাখ ৫১ হাজার উপকারভোগী আজ থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের ভাতা পাবেন।


আরও পড়ুন: জন্ম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট কেন বাধ্যতামূলক নয়: হাইকোর্টের রুল


এসময় উপকারভোগীরা প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান তফসিল উদ্দিন খান সহ আরো অনেকেই।

news24bd.tv আহমেদ