কাল দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার নির্বাচন

কাল দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে কাল । এরই মধ্যে  নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।   সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।   ৬০টি পৌরসভার মধ্যে ২৮টিতে ইভিএমে ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

এ পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।   এ   নির্বাচনে মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন ও  নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন।

পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৮০টি, ভোটকক্ষ ৬ হাজার ৫০৮টি।   এ নির্বাচনে মেয়র প্রার্থীর সংখ্যা ২২১ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ৭৪৫ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

news24bd.tv তৌহিদ