পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মায়ের মৃত্যু

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের মা বেগম জেরিন মোশাররফ মারা গেছেন। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল এক শ বছর। তিনি বার্ধক্য জনিত নানাবিধ রোগে ভুগছিলেন।

 

বেগম জেরিন মোশাররফ ১৯২০ সালে লক্ষৌ প্রদেশে জন্মগ্রহণ করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রোপ্রাস্থা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।  

অনেক দিন যাবত জেনারেল মোশাররফ চিকিৎসার জন্য দুবাইয়ের অবস্থান করছেন। বেগম জেরিন জেনারেল মোশাররফের সঙ্গে দুবাইয়ে থাকতেন।

মৃত্যুর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  


 পাখিদের অভয়ারণ্য হাজারিখিল


মোশাররফের পরিবার সূত্র জানায়, বেগম জেরিনের জানাজার নামাজ আজ শনিবার আসরের পর অনুষ্ঠিত হবে। দুবাইয়ের আল কুজ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।  

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই তার রুহের মাগফেরাত কামনা করেন।  

news24bd.tv / আয়শা