এক সপ্তাহ পর ভারত থেকে টিকার প্রথম লট আসবে : স্বাস্থ্যমন্ত্রী

এক সপ্তাহ পর ভারত থেকে টিকার প্রথম লট আসবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাক্সিনের প্রথম লট আসবে এবং সপ্তাহখানেক পর প্রয়োগ শুরু হবে। ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে। তবে কোন ভ্যাকসিন ও কত ডোজ পাঠাবে তা মন্ত্রী জানাতে পারেননি।


জাপানের ফেলনা জাহাজ এখন বাংলাদেশের প্রমোদতরী ‘বে ওয়ান’


সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বলেন, ৪ লাখ মানুষের জন্য ফাইজারের ৮ লাখ ডোজ আসবে। এজন্য কোভ্যাক্সকে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রী জানান, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকছে বিশেষ নজরদারীতে।

নীতিমালা মেনে প্রাইভেট সেক্টর ভ্যাকসিন আনতে পারবে।

তবে দাম নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা থাকবে। প্রয়োজন অনুযায়ী দেশের সবাই টিকা পাবে বলেও নিশ্চিত করেন জাহিদ মালেক।

news24bd.tv / আয়শা