এক ম্যাচে সাতজনের অভিষেক

অভিষিক্ত হাসান মাহমুদ

এক ম্যাচে সাতজনের অভিষেক

অনলাইন ডেস্ক

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ।  

আজ সকাল সাড়ে ১১টায় শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টি স্পোর্টস, নাগরিক টিভি ও বিটিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এই ম্যাচে অভিষেক হয়েছে ৭ ক্রিকেটারের। বাংলাদেশের অভিষেক হয়েছে এক জনের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয়েছে ৬ জনের। এ ম্যাচে মোট ৭ জনের! 

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয়েছে জোশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জাহার হ্যামিল্টন, ও কেমার হোল্ডার।

জশুয়া দা সিলভার টেস্ট অভিষেক হলেও ওয়ানডে অভিষেক হয়েছে আজ। এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন মাত্র ১০টি ম্যাচ। ১টি সেঞ্চুরি (১০৩*) ও একটি অর্ধশতকে রয়েছে ৩৩১ রান।

আন্দ্রে ম্যাকার্থি অবশ্য লিস্ট ‘এ’ তে খেলেছেন ৬৪ ম্যাচ। ৩৬.৯১ গড়ে রয়েছে ২ হাজার ১৪১ রান। আছে ৩টি শতক আর ১১টি অর্ধশতক।

এনক্রুমাহ বোনার লিস্ট ‘এ’ তে খেলেছেন ৬৩ ম্যাচ। ৪টি শতক ও ১১টি অর্ধশতকে ৩৫.৫৬ গড়ে করেছেন ১ হাজার ৮৮৫ রান।

মুস্তাফিজের বোলিং তোপে ব্যাকফুটে ক্যারিবীয়রা

কে এই হাসান মাহমুদ?

এছাড়া ব্যাটসম্যান ঝামার হ্যামিল্টন, অল-রাউন্ডার কাইল মায়ার্সেরও লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে এসেছেন জাতীয় দলে। পেসার চিমার হোল্ডারের লিস্ট ‘এ’ ক্রিকেটে রয়েছে ২৫ ম্যাচে ৩৮টি উইকেট।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল:
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস,  জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

news24bd.tv নাজিম