বরিশালে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

বরিশালে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

Other

বরিশালে লেবু জাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নগরীর সাগরদী ধান গবেষনা ইনস্টিটিউটের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ এ কে এম মনিরুল আলম।

বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন লেবু জাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সরেজমিন প্রকল্প পরিচালক ড. ফারুক আহমদ।

আরও পড়ুন: স্ত্রীর পরকিয়া : দেয়ালে শেষ লেখা লিখে স্বামীর আত্মহত্যা

এছাড়া পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত শিকদার, মেহেন্দিগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন-অর রশিদ, পিরোজপুর সদর উপজেলা কৃষি

অফিসার চপল কৃষ্ণ নাথ ও কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় কৃষি সংশ্লিস্ট প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

news24bd.tv তৌহিদ