চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে, সয়াবিন তেলের দাম বাড়ছে

চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে, সয়াবিন তেলের দাম বাড়ছে

Other

রাজধানীর বাজারে আরেকধাপ কমেছে সবজির দাম। পাশাপাশি দেশি মাছের সরবরাহ বাড়ায় দাম রয়েছে অনেকটাই হাতের নাগালে। ক্রেতারা বলছেন, শীত মৌসুম হিসেবে কাঙ্ক্ষিত হারে কমেনি সবজি কিংবা মাছের দাম। উল্টো বেড়েছে সব ধরনের মুরগির দাম।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন তেলের দামও।   

দেশের বিভিন্ন জেলায় সবজি চাষ করে ভালো ফলন পেয়েছে কৃষকরা। তবে ভরা মৌসুমে দাম না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। রাজধানীর বাজারে অবশ্য সেই তুলনায় খুব বেশি কমেনি সবজির দাম।

আরও পড়ুন: 


বাজেট নিয়ে এখনই ভাবছে সরকার!

নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত সাকিব

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

যে দেশে বাড়ছে মুসলিমদের সংখ্যা!


 বিক্রেতারা বলছেন সবজির দাম এখন হাতের নাগালে। তবে উল্টো যুক্তি ক্রেতাদের।

মাছের বাজারে দেখা মিলছে হরেক রকমের দেশি মাছ। কই, শিং, আইড়, বোয়ালের সঙ্গে রয়েছে মলা টেংরার মতো ছোট মাছও। বিক্রেতারা বলছেন, অন্য যেকোন সময়ের চেয়ে দাম এখন সহনীয়।

মাছ কিংবা সবজির বাজারে অস্বস্তি না থাকলেও মুরগির দামে স্বস্তিতে নেই ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। চাল এখনও বিক্রি হচ্ছে বাড়তি দামে। সয়াবিন তেলের দামও বেড়েই চলেছে বলে জানালেন বিক্রেতারা।

রমজান আসার আগে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের।

news24bd.tv / কামরুল