গবেষণা-আবিষ্কার-উদ্ভাবনে চীন অপ্রতিরোধ‍্য হবে না তো আমরা হবো

রউফুল আলম

গবেষণা-আবিষ্কার-উদ্ভাবনে চীন অপ্রতিরোধ‍্য হবে না তো আমরা হবো

Other

২০০৯-১০ সালে চীন থেকে প্রায় এক লক্ষ বিশ হাজার স্টুডেন্ট আমেরিকায় আসে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য। দশ বছর পর, ২০১৮-১৯ সালে সে সংখ‍্যা দাঁড়ায় তিন লক্ষ সত্তর হাজারে। দশ বছরে প্রায় তিনগুণ বেড়ে যায়। সারা দুনিয়া থেকে আমেরিকায় যতো স্টুডেন্ট আসে, তার এক তৃতীয়াংশ হলো চীনের।

পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেপ্তার

এমপি একরামকে বহিষ্কার না করা হলে লাগাতার আন্দোলন: কাদের মির্জা

দিনের পর দিন চাচার হাতে ভতিজি ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

আর সেই লক্ষ লক্ষ স্টুডেন্ট থেকে চীন সরকার “সহস্র মেধাবী প্রকল্পের” মাধ‍্যমে দ্যা মোস্ট টেলেন্টেড এন্ড ইয়াং গবেষকদের ফিরিয়ে নিয়ে প্রচুর পরিমানের ফান্ড দিয়ে দেশের কাজে লাগাচ্ছে।

গবেষণা, আবিষ্কার, উদ্ভাবনে চীন অপ্রতিরোধ‍্য হবে না তো আমরা হবো?

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক