বিএনসিসি’র স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু

বিএনসিসি’র স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনা। রেজিমেন্টের আওতায় রাজবাড়ী জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

সোমবার পাংশা পৌরসভার মেয়র মো. আব্দুল আল মাবুদ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসিম উদ্দিন, ২৪ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ও ইবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ব্যাটালিয়ন কমান্ডার  ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে র‌্যালির আয়োজন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট। বিতরণ করা হয় মাস্ক ও লিফলেট। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয় এই কর্মসূচিতে।


বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক: কাদের

ক্যারিবীয়দের বড় রানের টার্গেট দিল বাংলাদেশ


চলমান করোনা পরিস্থিতিতে সরকার মুজিববর্ষের কর্মসূচি বাস্তবায়নে সবকিছুর আগে মহামারি মোকাবিলায় জোরদার করে।

এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সশস্ত্র বাহিনী মহামারী মোকাবিলায় সরাসরি কার্যকর ভূমিকা রেখে চলেছে।

news24bd.tv নাজিম