ঢাবির অধ্যাপক তসলিম সাজ্জাদ আর নেই

ঢাবির অধ্যাপক তসলিম সাজ্জাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক তসলিম সাজ্জাদ মল্লিক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।  

জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ তসলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানান।

আরও পড়ুন:


পাঁচ সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

দেবী শেটির উপস্থিতিতে স্টেন্ট বসছে সৌরভের

সবচেয়ে নিরাপদ টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা: সেব্রিনা ফ্লোরা

টিকা নিলেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া


আজ বাদ জোহর নামাজে জানাযা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তসলিম সাজ্জাদ ১৯৯৭ সালে ঢাবির পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স এবং ১৯৯৯ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে ২০০৪ সালে কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স এবং ২০০৯ সালে পিএইচডি করেন তিনি।

তার বাবা অধ্যাপক শাহাদাৎ আলি মল্লিকও ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষক ছিলেন।

news24bd.tv আহমেদ