১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে ঝালকাঠিতে

১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে ঝালকাঠিতে

Other

১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে ঝালকাঠিতে। শুক্রবার দুপুর আড়াইটায় ভ্যাকসিন রিসিফ করেছে জেলা প্রশাসক মো. জোহর আলী। এ জেলার জন্য ১৯ হাজার ডোজ ভ্যাকসিন চেয়ে চাহিদা পত্র ঢাকায় পাঠালেও প্রাথমিকভাবে বরাদ্দ এসেছে ১২ হাজার ডোজের জন্য ১২শ পিচ ভায়াল।  

এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

জেলা প্রশাসক জানান, এ জেলায় ১৫ ক্যাটাগরীর মানুষ অগ্রাধীকার ভিত্তিতে ডোজ পাবে। করোনার সম্মুখ যোদ্ধা স্বাস্থ্য কর্মী, আইনৃঙ্খলা বাহিনী, মিডিয়া কর্মীদের অগ্রাধীকার দেয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারী প্রথম ধাপে সারা দেশের সাথে এক যোগে ঝালকাঠিতেও আনুষ্ঠানিক ভাবে মানবদেহে এ ডোজ পুশ করা হবে।

আরও পড়ুন


পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে সে ভালো হতে পারে না: কাদের মির্জা

ওবায়দুল কাদের ও মির্জা কাদেরকে এবার চ্যালেঞ্জ ছড়ে দিল ভাগিনা

অনুশীলনে যায়নি সাকিব

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হতে যাচ্ছেন স্টার্ক!


শুক্রবার দুপুর আড়াই টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিন রিসিভ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এ সময় সিভিল সার্জন রতন কুমার ঢালী, আমির হোসেন আমু এমপি'র একান্ত সচীব ফকরুল মজিদ কিরন, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির সহ স্বাথ্য বিভাগের অনেকে উপস্থিত ছিলেন।

news24bd.tv / কামরুল