সু চির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর তল্লাশি ও ভাঙচুর

সু চির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর তল্লাশি ও ভাঙচুর

অনলাইন ডেস্ক

মিয়ানমারে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কার্যালয়ে দেশটির সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ব্যাপক তল্লাশি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছে দলটি। অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলনের মধ্যেই এনএলডি দফতরে হামলার ঘটনা ঘটল।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তল্লাশি চালানোর পর কার্যালয় গুড়িয়ে দেয়া হয়।  এনএলডির অভিযোগ- মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা দরজা ভেঙ্গে এনএলডির সদর দফতরে প্রবেশ করে।

তবে সেসময় দলের কোনো নেতাকর্মী কার্যালয়ে ছিলেন না।

দলের ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়, ‘সামরিক স্বৈরাচার সাড়ে ৯টার দিকে এনএলডি সদর দফতরে তল্লাশি ও তছনছ করেছে। ’ তবে আর বিস্তারিত কিছু বলা হয়নি।

বিবিসি জানিয়েছে, সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে কারফিউ চলছে।

রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকে। সে সময়ে এনএলডি কার্যালয়ে তল্লাশি করা হয়েছে।

news24bd.tv / নকিব