জিয়ার খেতাব বাতিল রাজনৈতিক প্রতিহিংসা: বিএনপি

জিয়ার খেতাব বাতিল রাজনৈতিক প্রতিহিংসা: বিএনপি

Other

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

দলের সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যরা এবং মুঠোফোনে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ফখরুল বুধবার টেলিফোনে এই প্রতিক্রিয়া জানান। বিএনপির দাবি, সরকারের অপকর্ম এবং বেরিয়ে আসা সমস্ত দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে নিতেই এটা করা হয়েছে।  

সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের’ কারণ দেখিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসামূলক হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  


মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার

গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ

বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

রায় শুনে কাঁদলেন দীপনের স্ত্রী

দীপন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কে এই মেজর জিয়া?


এদিকে বিএনপির স্থায়ী কমিটির ডাকা সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানে দলের স্থায়ী কমিটি জামুকার এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়।

বিএনপি নেতারা জানান, বীরোত্তম খেতাবটি জিয়াউর রহমানকে, স্বাধীনতার পরের শেখ মুজিবুর রহমানের সরকারই দিয়েছিল।

news24bd.tv / কামরুল