বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

ফাইল ছবি

বরিশালে করোনার টিকা কেন্দ্রে ভিড় বেড়েছে

Other

বরিশালে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকাদান কর্মসূচির চতুর্থ দিনে বুধবার (১০ ফেব্রুয়ারি) টিকাকেন্দ্রে প্রচুর ভিড় দেখা গেছে। প্রথম তিন দিন গণমাধ্যমে টিকাদান কার্যক্রম দেখে এবং কোনও পার্শ্ব প্রতিক্রিয়া না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় উদ্বুদ্ধ হয়ে টিকা নিতে এসেছেন অনেকেই।

আজ সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ। এ সময় তিনি অভয় দিয়ে সকলকে করোনার টিকা নেওয়ার আহবান জানান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়াও সাধারণ জনগণের জন্য স্পট রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিক টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


সম্মানবোধের শিক্ষাটা আসে পরিবার থেকে: সামিয়া রহমান

শ্রমিক নেয়াসহ যে বিষয় নিয়ে আলোচনা হল মালদ্বীপের সাথে

যে তাসবিহ পাঠ করলে অধিক নেকি লাভ ও গোনাহ মাফ হয়


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের ১৮ বছর ঊর্ধ্ব সদস্য ছাড়াও ৪০ বছর ঊর্ধ্ব যে কোন সাধারণ নাগরিক চাইলেই করোনার টিকা নিতে পারবেন।  

বরিশাল সিটি এলাকায় ৭টি এবং জেলার ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি সহ মোট ১৬টি বুথে দেয়া হচ্ছে করোনার টিকা।

news24bd.tv নাজিম