কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত

কালকিনি পৌরসভা নির্বাচন স্থগিত

Other

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল।  

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এই নির্বাচন স্থগিত রাখার আদেশ প্রদান করে।

পরবর্তী নির্দেশ না দেওয়া এই নির্বাচন স্থগিত থাকবে বলেও জানান তিনি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছিল।

আরও পড়ুন:


সাকিবের ছুটি মঞ্জুর

‘ইরানকে নিয়ে ৪২ বছর ধরে জুয়া খেলেছ আমেরিকা’

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সব হত্যার দ্রুত বিচার হোক: দীপনের বাবা


এই নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ, বিএনপির মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন, ইসলামী আন্দোলনের লুৎফার রহমান, স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু। কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ।

নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০০জন ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩০০ জন। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার এই নির্বাচন ইভিএম এর মাধ্যমে হওয়ার প্রস্তুতি ছিলো।

উল্লেখ, এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।

news24bd.tv তৌহিদ