বিতর্কিত ধর্মীয় মন্তব্য করে বাদ পড়লেন অভিনেত্রী

বিতর্কিত ধর্মীয় মন্তব্য করে বাদ পড়লেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের মাশুল গুণতে হচ্ছে বক্সার অভিনেত্রী জিনা কারানোকে। ৯ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমান সময়ের রিপাবলিকানদের হলোকাস্ট যুগের ইহুদিদের সঙ্গে তুলনা করে চরম সমালোচনার মুখে পড়েন তিনি।

অবশেষে ডিজনি প্লাসের ‘দ্য ম্যান্ডোরোরিয়ান’র শিল্পী তালিকা থেকে বাদ পড়তে হচ্ছে তাকে। লুকাসফিল্মের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে জানান জিনা কারানো বর্তমানে লুকাসফিল্মের কোনো কিছুর সঙ্গেই আর যুক্ত নেই।

ভবিষ্যতে তাকে নেওয়ার ব্যাপারেও তাদের কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন:


‘ইরানকে নিয়ে ৪২ বছর ধরে জুয়া খেলেছ আমেরিকা’

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

সব হত্যার দ্রুত বিচার হোক: দীপনের বাবা

কাদের মির্জার গাড়িবহরে হামলা


 ‘সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে অবমাননাকর মন্তব্য করা অবশ্যই ঘৃণিত’- দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, এমএমএ ফাইটার হিসেবে আগে থেকেই সুপরিচিত ছিলেন কারানো। ২০০৫ সালে ‘রিং গার্ল’ দিয়ে ক্যরিয়ার শুরু করলেও ফাস্ট এন্ড ফিউরিয়াস সিক্স এবং ডেডপুলের মতো হাই প্রফোইল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ ২০১৮ সালে টেলিভিশন সিরিজ ‘স্টার ওয়ার’ লুকাসফিল্মের সঙ্গে যাত্রা শুরু করেন তিনি। সেই যাত্রা এবার থেমে গেল।

news24bd.tv / কামরুল