মাল্টি-ট্রিলিয়ন ডলারের 'মহাকাশ অর্থনীতি' বাংলাদেশ কি প্রস্তুত!

মাল্টি-ট্রিলিয়ন ডলারের 'মহাকাশ অর্থনীতি' বাংলাদেশ কি প্রস্তুত!

Other

প্রযুক্তির উন্নতির সাথে সাথে আলোচনায় আসছে এখন সুযোগ আর সম্ভাবনা। পুরো দুনিয়াই এখন গুরুত্ব দিচ্ছে মহাকাশ ভিত্তিক নতুন ধরণের ইন্টারনেট ও যোগাযোগ প্রযুক্তির দিকে। স্যাটেলাইট নেটওয়ার্কিং, স্যাটেলাইট নির্ভর ডিভাইস আর অ্যাপস এর বাজার সম্ভাবনা নিয়েও কথাবার্তা হচ্ছে।

বলা হচ্ছে, মহাকাশ নির্ভর নতুন এই প্রযুক্তির বর্তমান বাজারের আয়তন ৩৬০ বিলিয়ন ডলার।

আগামী ২০২৬ সালে এটি ৫৫৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মাল্টি-ট্রিলিয়ন ডলারের নতুন এক অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে, যারা নাম স্পেস ইকোনোমি।  

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক অবস্থানগত সুবিধার কারণে রকেট উৎক্ষেপণ পোর্ট তৈরি করে ভাড়া দেয়ার সম্ভাবনাময় কেন্দ্র হতে পারে বাংলাদেশ। হতে পারে রকেট এসেম্বলিং প্ল্যান্টও।

নতুন সম্ভাবনার স্পেস ইন্ডাস্ট্রিজ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।  


মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের ২০ বছর কারাদণ্ডের হুঁশিয়ারি

প্রেমিক হতে হলে বিশ্বস্ত হতে হবে: প্রভা

৯ মাসে বিমানের লোকসান ৩ হাজার কোটি টাকা

সালমান খানের ঘোড়ার ছবি দেখে প্রতারিত হলেন এক নারী


বাংলাদেশ কি তাতে সাড়া দিতে সক্ষম? দুনিয়াজোড়া নতুন ক্রেজ- মহাকাশ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশকে অন্তর্ভূক্ত করতে কি ধরনের প্রস্তুতি,পদক্ষেপ প্রয়োজন?-এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘শওগাত আলী সাগর লাইভের’ এই সপ্তাহের আলোচনা-’ মাল্টি-ট্রিলিয়ন ডলারের 'মহাকাশ অর্থনীতি', বাংলাদেশ কি প্রস্তুত!’

বিশেষজ্ঞ হিসেবে আলোচনায় অংশ নেবেন ইউনিভার্সিটি অব ম্যানিটোবার অধ্যাপক ড. ইকরাম হোসেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সাবেক মহাপরিচালক তৌহিদুর রহমান, হিউস্টন ভিত্তিক দ্যা ভার্চুয়াল আমেরিকান কোম্পানিজ এল এলসির প্রধান নির্বাহী কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ শামীমুজ্জামান। সঞ্চালনায় থাকছেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।  

news24bd.tv আয়শা