বাবার হাত থেকে মুক্তি চেয়ে আমিরাতের রাজকুমারীর ভিডিও বার্তা (ভিডিও)

বাবার হাত থেকে মুক্তি চেয়ে আমিরাতের রাজকুমারীর ভিডিও বার্তা (ভিডিও)

অনলাইন ডেস্ক

নিজের বাবার হাতে বন্দি উল্লেখ করে বন্দিদশা থেকে মুক্তি চেয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের কন্যা রাজকুমারী লতিফা।

বাথরুমে মোবাইল ফোনে ধারণ করা এমন একটি গোপন ভিডিও মঙ্গলবার প্রচার করেছে সংবাদমাধ্যম বিবিসি।

ভিডিও বার্তায় ৩৫ বছর বয়সী রাজকন্যা বলেন, আমি একজন জিম্মি, আমি মুক্ত না। এই কারাগারের (বাথরুম) মধ্যে আমি বন্দি।

আমার জীবন আমার হাতে না। বিবিসি বলছে, এই গোপন বার্তাটি রাজকুমারী তার বন্ধুদের কাছে পাঠিয়েছেন।

এর আগে ২০১৮ সালেও তিনি দেশ থেকে গোপনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। ভারতের মালাবর উপকূল থেকে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় তখন।

এরপর বাবার সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে বছরজুড়ে পত্রিকার শিরোনাম হয়ে এসেছেন তিনি।

নতুন এই ভিডিওবার্তায় তিনি আরও বলেন, আমি বাথরুম থেকে এই ভিডিও ধারণ করেছি। কারণ একটি দরজার সঙ্গে এটিই একমাত্র কক্ষ - যা বন্ধ করে রাখতে পারি। আমার কক্ষের দরজাটি বন্ধ করে রাখতে পারি না। কারণ তার চাবি নেই। ‘আমি একটি ভিলায় আছি। আমি একজন জিম্মি। ভিলাটি কারাগারে রূপান্তরিত করে রাখা হয়েছে। ’

আরও পড়ুন:


নায়ক মান্নার কবর নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শেলী মান্নার

কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার, নতুন কর্মসূচী ঘোষণা

অর্ধ নগ্ন রিহানা, গণেশের লকেট ঝুলিয়ে টুইট করায় বিতর্ক

ফের ইসরাইলের ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা


লতিফা বলেন,  জানলাগুলো বন্ধ করে রাখা। আমি তা খুলতে পারি না।   বাইরে পাঁচ পুলিশ সদস্য এবং বাড়ির মধ্যে আরও দুই নারী পুলিশ আছে।

`আমি এমন একটি অবস্থার ভেতরে আছি যে সবকিছুতেই ক্লান্তিবোধ করছি। এটা একেবারে সার্কাসের মতো। আমি এই কারাগারের মধ্যে জিম্মি হয়ে থাকতে চাই না। আমি মুক্তি চাই। ’

এই রাজকন্যা জানান, আমাকে তাদের পরিকল্পনা কী, তা জানি না। আমি কিছুই জানি না। পরিস্থিতি প্রতিদিন আরও বেপরোয়া হয়ে উঠছে। সত্যিই আমি খুব ক্লান্ত।

ভিডিও দেখতে ">ক্লিক করুন।

news24bd.tv আহমেদ