ইয়েমেনে সৌদির পক্ষে যুদ্ধ করবে দায়েশ

ইয়েমেনে সৌদির পক্ষে যুদ্ধ করবে দায়েশ

অনলাইন ডেস্ক

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের মা’রিব প্রদেশে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের পক্ষে যুদ্ধ করার কথা নিশ্চিত করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

গত কয়েক সপ্তাহ ধরে মা’রিব প্রদেশে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বাহিনী এবং সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।  

সম্প্রতি, হুথি যোদ্ধারা মা’রিব প্রদেশকে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করার অভিযান জোরদার করেছে। এ প্রদেশকে  সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে মনে করা হয়।

আরও পড়ুন:


স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া, প্রেমিক ধরা

পরকীয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে স্বামী হত্যার রহস্য ফাঁস

পরকীয়া প্রেমিকাসহ ধরা যুবদল নেতা

পরকীয়া প্রেম: রাতভর আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ


এক সংক্ষিপ্ত বিবৃতিতে দায়েশ বলেছে, মা’রিব প্রদেশে হুথি আন্দোলন সমর্থিত বাহিনীর বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং এতে অনেক যোদ্ধা হতাহত হয়েছে।

মা’রিব প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলনের অগ্রাভিযানে সৌদি জোট এবং তাদের সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

news24bd.tv তৌহিদ