একে একে ৩০ পানের বরজে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

একে একে ৩০ পানের বরজে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

Other

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলার পান বরজে আগুন লেগে কৃষকদের প্রায় শতবিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

এতে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত চাষীরা দাবি করেছেন।


গুলি ছুড়ে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি

জানা গেল আসল রহস্য, ১৩-১৪ বছরের দুই বোনের সঙ্গেই শরীরিক মেলামেশা ছিল তার

আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

৬৬ নারীকে ধর্ষণ


এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আয়ুব হোসেন চৌধুর জানান, রোববার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের মাঠের একটি পানবরজে আগুন লাগে।

মুহূতে মধ্যে একে একে ৩০টি পানের বরজে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকিং করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু শত চেষ্টার পরও সব ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসাইন, কৃষি কর্মকর্তা হাফিসহাসান, প্রকল্প কর্মকর্তা জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান সরাফত দৌলা ঝন্টু উপস্থিত হন।

news24bd.tv তৌহিদ