পদাতিক ও কামান ইউনিটের অংশগ্রহণে তুরস্ক ও কাতারের যৌথ মহড়া

পদাতিক ও কামান ইউনিটের অংশগ্রহণে তুরস্ক ও কাতারের যৌথ মহড়া

অনলাইন ডেস্ক

তুরস্ক ও কাতারের পদাতিক ও কামান ইউনিটের অংশগ্রহণে পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায় যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আল আদিদ-২০২১’। দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার এবং রণশক্তি বাড়ানোর লক্ষ্যে এই মহড়া চালানো হচ্ছে বলে কাতারের গণমাধ্যম জানিয়েছে।

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতেও তুরস্ক ও কাতার সামরিক মহড়ায় অংশ নেয়।


সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ


সে সময় মহড়ার একটি পর্ব অনুষ্ঠিত হয় রাজধানী দোহার এক জনবহুল এলাকায়। সেখানে তারা সন্ত্রাসবাদ মোকাবেলার কৌশল রপ্ত করতে অনুশীলন চালায়।

২০১৭ সালে এই দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হয় এবং দুই দেশ সামরিক চুক্তি সই করে।

এই চুক্তির ভিত্তিতে কাতারে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তুরস্ক এবং নিয়মিতভাবে যৌথ মহড়া চালিয়ে আসছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর