মুসলিম উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগ মিথ্যা দাবি চীনের

অনলাইন ডেস্ক

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগকে অযৌক্তিক ও মিথ্যা বলে দাবি করেছে চীন। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ দাবি করেন।

বলেন, এটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য ছড়ানো গুজব ছাড়া, আর কিছূই নয় । যা হাস্যকরও বটে।

সম্প্রতি কানাডা, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস জিনজিয়াংয়ের উইঘুর নিপীড়নকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে।   চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস।  


চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

অর্থনীতির নতুন পথ সন্ধানের এখনই সময়

৫ বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন ৪৮৭ নারী শ্রমিক

সন্তানদের নিয়ে রাজনীতি করবেন না : শ্রীলেখা


অভিযোগ রয়েছে, সেখানে বসবাসরত প্রায় ১০ লাখ উইঘুরের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। যদিও  বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে শি জিন পিং সরকার।

news24bd.tv নাজিম