দুই জেলায় চালু হল এসএমএস এর মাধ্যমে সমন জারি কার্যক্রম

দুই জেলায় চালু হল এসএমএস এর মাধ্যমে সমন জারি কার্যক্রম

অনলাইন ডেস্ক

এসএমএস এর মাধ্যমে সমন জারি কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী। কুমিল্লা ও নরসিংদী জেলায় এটি চালু হয়েছে।

এ পদ্ধতির মাধ্যমে কোন মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ হলে আদালত থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে সাক্ষীকে জানিয়ে দেয়া হবে।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ বিষয়ে বলেন, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য এটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে।

এতে বিচার প্রার্থী জনগন এবং রাষ্ট্র উভয়ের খরচ কমবে। জনগনের দুর্ভোগ-হয়রানি কমবে।

news24bd.tv / নকিব