ঠাকুরগাঁওয়ে চোর আতঙ্কে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে চোর আতঙ্কে ব্যবসায়ীরা

Other

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গত ৫ মাসে ১২টির বেশি দোকানে চুরির ঘটনা ঘটেছে।   চোর আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে আবারো চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার রুহিয়ার মের্সাস মা মেডিকেল হল নামের ওষুধের দোকানে চুরি হয়।

জানা যায়, দোকান মালিক মামুনুর রশীদ মামুন রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। আজ সকালে দোকান খুলতে এসে দেখেন শাটারের লকার ভেঙে দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ মূল্যের ওষুধ নিয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত ৫ মাস ধরে রুহিয়ার বিভিন্ন বাজারে চুরির ঘটনা ঘটেই চলছে। রাতে দোকান বন্ধ করে বাসায় গেলে সকালে এসে দেখা যায় দোকানের মালামাল সব চুরি হয়েছে গেছে।

প্রতিমাসে ১/২ টা চুরির ঘটনা ঘটছেই। প্রশাসনকে একাধিকবার অভিযোগ দেওয়ার পরেও চুরি ঠেকানো যাচ্ছে না।


ভারতের সাথে আমাদের শুধু আত্মার নয়, রক্তেরও সম্পর্ক : হানিফ

যদি কিছু ঘটাতে আসেন, বলে দিচ্ছি আত্মহত্যা করবো: ফেসবুক লাইভে কাদের মির্জা

শাল্লার ঘটনায় অনন্তকালের তদন্ত চাই না : জাফরুল্লাহ চৌধুরী

অভাবে গরুর বদলে লাঙ্গল টানছেন দুই বৃদ্ধ


এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, রুহিয়ায় বারবার চুরির বিষয়টি আমি উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি। আশা করি প্রশাসন চুরি রোধে পদক্ষেপ গ্রহণ করবে।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, গত ৫ মাসে থানায় চুরির অনেক মামলা হয়েছে। আটকও করা হয়েছে। তবে কতজন আটক সেটা বলা যাবে না।

news24bd.tv নাজিম